Archives

Categories

ArticleGadget

Know More about Redmi K20 Pro !! – Udvob

331

রিলিজ হতে যাচ্ছে শাওমির রেডমি ব্র্যান্ড এর কে২০ প্র। ধরে নেয়া হচ্ছে এটাই হবে সবচেয়ে কম দামের ফ্ল্যাগশিপ ফোন।

ফোনটির মূল আকর্ষণ এর পেছনের শক্তিশালী ট্রিপল ক্যামেরা, সামনের পপ আপ সেলফি ক্যামেরা, বর্তমান ফ্ল্যাগশিপ স্ন্যপড্রাগন ৮৫৫ প্রসেসর, এবং এর সাশ্রয়ী দাম, ২৫০০ চাইনিজ ইয়ুয়ান বা ৩১,০০০ বাংলাদেশি টাকা, তবে দেশে আমদানি করলে শুল্ক এবং এডিশনাল লাভের কারণে ফোনের দাম কিছুটা বাড়বে।

সামনের অংশে প্রায় পুরোটা অংশ (৮৬%) জুড়ে রয়েছে একটি ফুল এইচ ডি প্লাস এমলেড ডিসপ্লে, পপ আপ সেলফি ক্যামেরা থাকায় থাকছে না কোন নচ, সাইডে দেয়া হয়েছে প্রিমিয়াম মেটাল ফিনিশ, এবং পেছনে গ্লাসে রয়েছে ৩ ধরনের কালার (কারবন ব্ল্যাক, ফ্লেম রেড & গ্লেসিয়ার ব্লু)।

চলুন দেখে আসি কি কি ফিচার আছে এতেঃ

* স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর (বাজারের সবচেয়ে দ্রুতগতির আন্ড্রয়েড প্রসেসর)
* ৬.৩৯ ইঞ্চি সুপার এমলেড ডিসপ্লে ১০৮০*২৩৪০ পিক্সেল (সেমসাং এর তৈরি সেরা ডিসপ্লে টেকনোলজি)
* করনিং গোরিলা গ্লাস ৫
* এন্ড্রয়েড ৯ (পাই) সাথে মি ইউ আই ১০
* ৬৪ – ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমরি এবং ৬ – ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম
* মেইন ক্যামেরা- ৪৮ মেগাপিক্সেল (সনি আই.এম.এক্স ৫৮৬)
* ওয়াইড ক্যামেরা- ১৩ মেগাপিক্সেল
* টেলিফটো ক্যামেরা- ৮ মেগাপিক্সেল (২ এক্স জুম)
* সেলফি ক্যামেরা- ২০ মেগাপিক্সেল (পপ আপ)
* ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (আন্ডার ডিসপ্লে)
* ডুওাল ব্যান্ড জি.পি.এস
* ব্লুটুথ ৫.০ & এন এফ সি
* এফ.এম রেডিও
* ৩.৫ এম এম অডিও জ্যাক, ২৪ বিট অডিও
* ৪০০০ এম এ এইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি
* কুইক চার্জ ৪+ (২৭ ওয়াট)
* ইউ.এস.বি টাইপ-সি পোর্ট ২.০

Image result for redmi k20 pro

যা যা থাকছে নাঃ

* রেডমি ফোনে সাধারণত আই.আর ব্লাস্টার থাকলেও, এই ফোনে নেই
* থাকছে না এস.ডি কার্ড দিয়ে মেমরি বাড়ানোর সুবিধা
* প্রিমিয়াম ফোনগুলো তে পাওয়া ওয়েয়ারলেস চারজিং নেই
* কোন রকম ওয়াটার প্রুফিং এর কথা বলা হয়নি

এছাড়াও রিলিজ হয়েছে রেডমি কে ২০, যা দেখতে কে২০ প্র এর মতই তবে দাম ২০০০ চাইনিজ ইয়ুয়ান বা ২৪,৫০০ বাংলাদেশি টাকা।

প্র মডেলের সাথে এর পার্থক্য হলঃ

* স্ন্যাপড্রাগন ৭৩০ প্রিমিয়াম মিড্রেঞ্জ প্রসেসর দেয়া হয়েছে, ফ্ল্যাগশিপ ৮৫৫ প্রসেসর এর পরিবর্তে

* গিগাবাইট পর্যন্ত র্যাম
* মেইন ক্যামেরায় সনি আই.এম.এক্স ৫৮২ দেয়া হয়েছে আই.এম.এক্স ৫৮৬ এর পরিবর্তে
* সিঙ্গেল ব্যান্ড জি.পি.এস দেয়া হয়েছে ডুওাল ব্যান্ড জি.পি.এস এর পরিবর্তে
* কুইক চার্জ ৩ (১৮ ওয়াট) দেয়া হয়েছে, কুইক চার্জ ৪+ (২৭ ওয়াট) এর পরিবর্তে

ফোন গুলো দেশের বাজারে আসলে ফ্ল্যাগশিপ শাওমি মি৯, ওয়ানপ্লাস ৭ প্র, ওয়ানপ্লাস ৭, ওয়ানপ্লাস ৬ টি, গ্যালাক্সি এস ৯, পোকোফোন এফ ১ এবং প্রিমিয়াম মিড্রেঞ্জ গ্যালাক্সি এ৫০, মি৯ এস ই, রেয়েল্মি এক্স এর সাথে কম্পিট করবে বলে ধরে নেয়া যায়। এই দুটি ফোন হতে পারে ২০১৯ এর সেরা ফ্ল্যাগশিপ কিলার।

 

রিলিজ হতে যাচ্ছে শাওমির রেডমি ব্র্যান্ড এর কে২০ প্র। ধরে নেয়া হচ্ছে এটাই হবে সবচেয়ে কম দামের ফ্ল্যাগশিপ ফোন…

Imtiaz Ahmed
the authorImtiaz Ahmed
Editor

Leave a Reply